ফকিরটিলা গাইভি মসজিদের বার্ষিক শাক-ভাত শিরণিতে ঢল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : বিরাট জনসমাগম ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শ্রীভূমি জেলার শরিফনগর গ্রামের ঐতিহ্যবাহী ফকিরটিলা গাইভি মসজিদ প্রাঙ্গণে ওলি হাজি মোবারক শাহ (রহ.)-এর ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক শাক-ভাত শিরণি ও আজিমুশশান ওয়াজ মহফিল সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এবারও মহফিলটি অত্যন্ত শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মহফিলে বরাক উপত্যকা, ত্রিপুরাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এটি শুধুমাত্র একটি ধর্মীয় মহফিল ছিল না, বরং বৃহত্তর এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মসজিদের আশপাশের খোলা মাঠে বিভিন্ন ব্যবসায়ী তাঁদের দোকান-পসরা সাজিয়ে রাখেন, যা এলাকাটিকে এক বিশেষ মেলায় পরিণত করে।

শুক্রবার সকাল আটটায় মসজিদ কমিটির কর্মকর্তারা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর মসজিদ প্রাঙ্গণে খতমে কোরান, খতমে খাজেগান, গজল, বয়ান ইত্যাদি অনুষ্ঠিত হয়। বেলা এক টায় অগুনতি মানুষের উপস্থিতিতে গাইভি মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি হাফিজুর রহমান জুমার নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে মিলাদ শরীফ পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মফিদুল ইসলাম রেজভি।ওলি হাজি মোবারক শাহ (রহ.)-এর জীবন ও অবদান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়াজ মাহফিলে ফকিরটিলার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা সোহেল আহমেদ নোমানি বলেন, ওলি হাজি মোবারক শাহ (রহ.) ছিলেন সিলেটের পীর শাহ জালাল (রহ.)-এর ৩৬০ জন অনুসারী ওলিদের একজন। তিনি কিভাবে নদী পার হতেন, কিভাবে এক জেলের জালে প্রচুর মাছ ধরা পড়ে তা কাঁচা পয়সায় পরিণত হয়—এসব অলৌকিক ঘটনা মহফিলে তুলে ধরেন নিজ বক্তব্যে। তিনি আরও জানান, প্রায় ৪০০ বছর আগে এই মহান ওলির নির্দেশে ফকিরটিলা গাইভী মসজিদ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতিবছর মাঘ মাসের শেষ শুক্রবার এই বার্ষিক শাক-ভাত শিরণি ও মহফিল আয়োজন করা হয়ে আসছে। ওয়াজ মহফিলের পর উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শাক-ভাত শিরণি বিতরণ করা হয়। মসজিদ কমিটির স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিরণি বিতরণ করেন।

বিকেল ৫টায় থেকে শুরু হয় আজিমুশশান ওয়াজ মহফিল। মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানডিহির সৈয়দ মস্তক আহমদ মাদানি। মহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম হাফিজ কারি হাফিজুর রহমান। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান স্রষ্টার কাছে বিশেষ মোনাজাত করেন শ্রীভূমি জেলা সদরের সেটেলমেন্টের সৈয়দ মফিদুল ইসলাম রেজভি।

এদিনের ওয়াজ মহফিলে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন অসম রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মওলানা আনোয়ার হোসেন সাদিকী, অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী সহ হাফিজ এমাদ উদ্দিন আত্তারি, মওলানা আব্দুল বাসিত কাসেমি, মওলানা আব্দুল ওয়াহিদ, মওলানা ফয়েজ আহমেদ,

মওলানা মুস্তাকিম আহমেদ, মওলানা আলি আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে মসজিদের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি লঙ্গাই পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রশংসনীয় সহযোগিতার ফলে সমগ্র মাহফিল অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।