স্মার্ট মিটার : ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান এসইউসিআইর

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : প্ৰিপেড স্মাৰ্ট মিটার স্থাপনের তীব্ৰ বিরোধিতা করে এসইউসিআই (কমিউনিষ্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের অনুমতি ছাড়া ঘরে ঘরে স্মাৰ্ট মিটার বসানোকে কেন্দ্ৰ করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে। সরকার একদিকে মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনসাধারণ এই মিটার বন্ধের দাবিতে স্বত:স্ফুৰ্তভাবে রাজপথে বেরিয়ে এসে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। স্মাৰ্ট মিটার বন্ধের জনগণের এই ন্যায্য দাবি মেনে সরকারের অবিলম্বে গ্রাহকদের স্বাৰ্থের পরিপন্থী স্মাৰ্ট মিটার বাতিল করা উচিত।

তিনি এও বলেন, বৰ্তমানের ডিজিটেল মিটার বিদ্যুৎ পরিমাপে যখন একশ শতাংশ নির্ভূল তখন রাজকোষের হাজার হাজার কোটি টাকা খরচ করে স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের কোনো প্ৰয়োজনই নেই। সরকারের সদিচ্ছা থাকলে রাজকোষের টাকা অপচয় করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যান্য বিষয় উন্নয়নের জন্য খরচ করুক। বৃহৎ কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে সরকার জোর করে এভাবে স্মাৰ্ট মিটার স্থাপন করতে চাইছে। তিনি সরকারের জনবিরোধী স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের প্রকল্প বাতিল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যবস্থা রক্ষার্থে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।

স্মার্ট মিটার : ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান এসইউসিআইর
স্মার্ট মিটার : ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান এসইউসিআইর

Author

Spread the News