শিলচর মেডিক্যাল কলেজে ‘ভাইরাল ট্রপিক্যাল ফিভার’ বিষয়ে কর্মশালা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : “ভাইরাল ট্রপিক্যাল ফিভার, আণবিক চরিত্রায়ন ও রোগ নির্ণয়ের পদ্ধতি” বিষয়ক জাতীয় হ্যান্ডস-অন কর্মশালা শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে শুরু হল। বুধবার পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করে দু’দিন ব্যাপী কর্মশালার সূচনা করেন অতিথিরা। ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ভাইরাল ট্রপিক্যাল ফিভার শনাক্তকরণের ক্ষেত্রে আণবিক প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি করা। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক এবং ভিআরডিএল-এর প্রধান গবেষক ডাঃ দেবদত্ত ধর চন্দ, এই কর্মশালার আহ্বায়ক ও আয়োজক সচিবের দায়িত্ব পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্দীপ স্বপন ধর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত ভট্টাচার্য।
কর্মশালার সভাপতিত্ব করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। উল্লেখযোগ্য রিসোর্স পার্সনদের মধ্যে ছিলেন ডাঃ গীতা জোটওয়ানি, ডাঃ রাধাকান্ত রাঠো এবং ডাঃ বিশ্বজ্যোতি বরকাকতি, উনারা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নেন। কর্মশালাটি স্বাস্থ্য গবেষণা বিভাগ (ডিএইচআর) এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর), নয়াদিল্লি দ্বারা অর্থায়ন করা হয়েছে। এই উদ্যোগ ভাইরাল ট্রপিক্যাল ফিভার সংক্রান্ত গবেষণা ও রোগ নির্ণয়ের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্যের জন্য এক নতুন দিশা উন্মোচন করবে।