বুধবার থেকে শুরু হচ্ছে হাইলাকান্দিতে খেল মহারণের ফাইনাল পর্ব
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে খেল মহারণ ২.০ এর ফাইনাল ইভেন্ট শুরু হচ্ছে। হাইলাকান্দির এসএস কলেজের খেলার মাঠে বুধবার থেকে খেল মহারণ ২.০ ফাইনাল পর্বের ম্যাচগুলি শুরু হবে। এ দিন সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই ইভেন্ট গুলি চলবে। অ্যাটলেটিক এবং কাবাডি ইভেন্ট গুলি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ফুটবল এবং চেস-এর ইভেন্টের আয়োজন করা হয়েছে। এরপর শুক্রবার ভলিবল এবং রোড সাইক্লিং এবং শনিবার সুইমিং সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে।