একই লাইনে দু’টি ট্রেন, পেছনে ধাক্কায় গড়িয়ে পড়ল
৪ ফেব্রুয়ারি : ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হল দু’টি মালগাড়ি। উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। ঘটনা উত্তরপ্রদেশের ফতেপুর এলাকার। সিগন্যালের অপেক্ষায় নিজের মতো দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই হঠাৎ পিছন থেকে এসে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি।
এদিন ভোর ৪.৩০ নাগাদ নিজের মতোই সিগন্যালের অপেক্ষায় উত্তরপ্রদেশের সুজাতাপুর ও রুসালাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল প্রথম মালগাড়িটি। তখনই পেছন থেকে এসে প্রথম ট্রেনটিকে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার ক্ষণিকের মধ্যেই এলাকায় ছুটে আসে স্থানীয় খাগা থানার পুলিশ। দ্রুত শেষ হয় উদ্ধার কাজ। হাসপাতালে পাঠানো হয় সেই দুই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের।