কলকাতা বইমেলায় রত্নদীপ দেবের কাব্যগ্রন্থ উন্মোচন
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রকাশিত হল শিলচরের কবি-শিক্ষক তথা সাংবাদিক রত্নদীপ দেবের পঞ্চম কাব্যগ্রন্থ ‘নগ্ন মানচিত্র পুড়ছে, পুড়ুক’। সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন স্বনামধন্য কবি তথা গবেষক অঞ্জন সেন এবং বিশিষ্ট গল্পকার রণবীর পুরকায়স্থ। কবি রত্নদীপ দেব ছাড়াও উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্যামলবরণ সাহা সাহিত্যিক শান্তনু গঙ্গারিডি, কবি সঞ্চয়িতা কুণ্ডু প্রমুখ। এছাড়াও কাব্যগ্রন্থটির প্রকাশক ‘নির্বাণ বুকস’-এর পক্ষে উপস্থিত ছিলেন সম্রাট চক্রবর্তী।
কবি অঞ্জন সেন বলেন, রত্নদীপ দীর্ঘবছর থেকে কবিতা চর্চা করছেন। তাঁর নতুন কবিতার বইটি সময়ের দলিল হয়ে উঠবে বলে। গল্পকার রণবীর পুরকায়স্থ বলেন, রত্নদীপের পঞ্চম কাব্যগ্রন্থটি অবশ্যই পাঠকমহলে আদৃত হবে।