অসম সাহিত্য সভার সাংবাদিক পুরস্কার পাচ্ছেন মকসুদুল চৌধুরী
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : অসম সাহিত্য সভার পাঠশালা অধিবেশনের প্রকাশ্য সভায় মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পেশার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য পুরস্কৃত করা হবে। এর মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।
পুরস্কার প্রাপক সাংবাদিকের তালিকায় রয়েছেন এনডি-২৪ টিভির বরাক উপত্যকা ব্যুরো প্রধান ও দৈনিক যুগশঙ্খ পত্রিকার সাংবাদিক মকসুদুল হক চৌধুরী। উল্লেখযোগ্য, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মা মৃণালিনী দেবীকে বিশেষ সম্মান জানানো হবে।