আধঘণ্টায় দু’বার কম্পন রাজ্যে

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠল রাজ্য। ৩.৬ এবং ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম
ভূমিকম্প সকাল ১১-৪৬ মিনিটে, দ্বিতীয়টি ১১.১৯ মিনিটে হয়।

প্রথম ভূমিকম্প আঘাত হানে পূর্ব কামেং জেলায় (অরুণাচল প্রদেশ)
দ্বিতীয় ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল পশ্চিম গারো পাহাড়ে (মেঘালয়)। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

আধঘণ্টায় দু'বার কম্পন রাজ্যে
আধঘণ্টায় দু'বার কম্পন রাজ্যে

Author

Spread the News