আধঘণ্টায় দু’বার কম্পন রাজ্যে
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠল রাজ্য। ৩.৬ এবং ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম
ভূমিকম্প সকাল ১১-৪৬ মিনিটে, দ্বিতীয়টি ১১.১৯ মিনিটে হয়।
প্রথম ভূমিকম্প আঘাত হানে পূর্ব কামেং জেলায় (অরুণাচল প্রদেশ)
দ্বিতীয় ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল পশ্চিম গারো পাহাড়ে (মেঘালয়)। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।