শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন ঢাকা বইমেলায়

৩ ফেব্রুয়ারি : ডাস্টবিনের গায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি! সেই ডাস্টবিনের সঙ্গে আবার ছবি তুলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ছবি বাংলাদেশের অমর একুশে বইমেলার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাজমাধ্যমের পাতা থেকে সেই ছবি পোস্টও করা হয়েছে। যদিও এই ডাস্টবিন প্রসঙ্গকে মানুষের ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা’ বলে ব্যাখ্যা করছে আয়োজক সংস্থা।

অমর একুশে বইমেলা–২০২৫’ এর এবারের বিষয়—‘‌গণ অভ্যুত্থান‌ ও  নতুন বাংলাদেশ নির্মাণ’‌। এই অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল রয়েছে। তারাই স্টলের পাশে ডাস্টবিন রেখেছে। ডাস্টবিনের গায়ে সাঁটানো হাসিনার বিকৃত মুখের ছবি। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনূসের সঙ্গে গিয়েছিলেন তাঁর প্রেস সচিব শফিকুল। শফিকুলও। তিনি শেখ হাসিনার বিকৃত ছবি–সহ ডাস্টবিনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুধু তাই নয়, সেই ডাস্টবিনে ময়লা ফেলতেও দেখা গিয়েছে ইউনূসের প্রেস সচিবকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‌শনিবার বাংলা অ্যাকাডেমিতে একুশে বইমেলার প্রথমদিন‌ ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ করলাম।’‌

শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন ঢাকা বইমেলায়
শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন ঢাকা বইমেলায়

Author

Spread the News