আসছেন গৌরব, জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ৩০ মে : বরাকে আসছেন অসম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি সাংসদ গৌরব গগৈ। আগামী ৪ জুন তিনি বরাক উপত্যকা সফরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটি জোরদার প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত প্রদেশ সভাপতির সফরের কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আগামী ৩১মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা-সমিতিতে অংশ গ্রহণ করবেন। 

৪ জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাঁকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিঁদুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে ‘জয় হিন্দ যাত্রা’র সূচনা করবেন। কংগ্রেসের এই ‘জয় হিন্দ যাত্রা’কে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল।

আসছেন গৌরব, জোর প্রস্তুতি শিলচর জেলা কংগ্রেসের

Author

Spread the News