ইটখলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াল ডিসায়ার ফর লাইফ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : ইটখলাঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হওয়া ছয়টি পরিবারের পাশে দাঁড়ালেন ডিসায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা। রবিবার শিলচর পঞ্চায়েত রোডের ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডের নেতৃত্বে একদল সাংগঠনিক কর্মকর্তারা গিয়ে ইটখলা এলাকার হাউস নম্বর ৯-এ পারবিন মজুমদার ও সাহানুর বেগম মজুমদারের পরিবারের এবং তাঁদের ভাড়াটে চারটি পরিবার যথাক্রমে ভবানী দাস, সাহিল আহমেদ, মোহন চৌধুরী, রাজু রায় প্রমুখদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ কম্বল ও বস্ত্র তুলে দেন। ঘটনার খোঁজ নেন গীতা পাণ্ডে।
তিনি সাংবাদিকদের বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অত্যন্ত গরিব। অগ্নিকাণ্ডের ঘটনায় এককথায় ২০ বছর পিছিয়ে পড়েছে পরিবারগুলো। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এসেছেন ও ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন কিছুটা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ মন্ত্রী কৌশিক রায়ের কাছে এই অসহায় পরিবারগুলোকে সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানান। আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও সরকারি কোনও ধরনের সাহায্য না পাওয়ায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন, এই পরিবারগুলো সরকার কর্তৃপক্ষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটি একান্ত প্রয়োজন রয়েছে বলে জানান।
এদিন অন্যান্যদের মধ্যে ডিজায়ার ফর লাইফ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সভাপতি টুকু খান, ভবানী দাস, সাহানারা বেগম, পারভিন মজুমদার, মহেশ চৌধুরী, রাজু রায়, অভিজিৎ চৌধুরী, গীতা চন্দ, সন্ধ্যা নাথ, বাপন চক্রবর্তী, আয়েশা খান, অনিতা অধিকারী, নমিতা দাস, আপন চৌধুরী, জয় রাই, কৃষ্ণ ভট্টাচার্য্য, গোপাল শর্মা, তাসলিম লস্কর প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করে দুপুরে শিলচর ইটখলাঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি বসতবাড়ি সহ চারটি ভাড়াটে পরিবার পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে যায়। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।