শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক, হাইলাকান্দির কৃষ্ণেন্দু, কাছাড়ে জয়ন্ত

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : রাজ্যে জেলা স্তরে প্রশাসনিক কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য সরকার ৩৫টি জেলায় অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। শনিবার এ সম্পর্কিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব বণ্টনের কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণা অনুসারে, কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী পদে বহাল রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। শ্রীভূমি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন এবং খনি মন্ত্রী কৌশিক রায়কে। এতদিন এ পদে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রণজিৎকুমার দাস। হাইলাকান্দি জেলার দায়িত্ব পেয়েছেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগে এ জেলার দায়িত্বে ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। কাছাড়ের সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াকে বাকসা ও তামুলপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শিবসাগর ও লখিমপুর জেলার দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী রণোজ পেণ্ড। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রণজিৎকুমার দাস এখন থেকে ধুবড়ি ও বঙাইগাঁও জেলা দেখবেন।

কোকরাঝাড় ও চিরাংয়ের দায়িত্ব উত্থাও গৌরা ব্রহ্মকে দেওয়া হয়েছে। মন্ত্রী পীযূষ হাজরিকা দেখবেন শোণিতপুর ও উদালগুড়ি। মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমির সঙ্গে মরিগাঁওয়ের দায়িত্বেও থাকবেন। কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দির সঙ্গেও দেখবেন নগাঁও। মন্ত্রী অশোক সিংহল গোয়ালপাড়া ও বিশ্বনাথের দায়িত্বে থাকবেন। কামরূপ (মেট্রো) ও নলবাড়ির দায়িত্ব পেয়েছেন মন্ত্রী অতুল বরা। চন্দ্রমোহন পাটোয়ারিকে দেওয়া হয়েছে কামরূপ ও বরপেটার দায়িত্ব। রূপেশ গোয়ালা গোলাঘাটের সঙ্গে ডিমা হাসাও দেখবেন।

শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক, হাইলাকান্দির কৃষ্ণেন্দু, কাছাড়ে জয়ন্ত
শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক, হাইলাকান্দির কৃষ্ণেন্দু, কাছাড়ে জয়ন্ত

Author

Spread the News