শ্রীভূমিতে আসছেন খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সম্পা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শ্রীভূমিতে আসছেন কলকাতার খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সম্পা গোস্বামী। শ্রী শ্রী লাতু জয়কালীবাড়ির মাতৃপ্রাঙ্গনে ১৬ ব্যাপী হরিনাম মহাযজ্ঞে হরিবাসরে নামসুধা পরিবেশনে উপস্থিত থাকছেন তিনি। আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে মহানাম যজ্ঞ। এ ছাড়া ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুষেন বৈদ্যের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা।  হরিবাসরে নামসুধা বিতরণ করবেন শিলচরের বাঁকে বিহারী সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরা।

আগামী ৪ মঙ্গলবার ফেব্রুয়ারি শোভাযাত্রা এবং মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা করা হবে। ৫ ও ৬ ফেব্রুয়ারি নাম লীলা পরিবেশনে মহোৎসবের নিবাস হবে ৭ ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে। শুক্রবার পরিচালন সমিতির সদস্যরা জানান যে, নাম যজ্ঞের এবারের ১৫তম বছর পূর্তি। হরিনাম লীলা সংকীর্তন পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিখ্যাত কীর্তনিয়া শিল্পী দলকে। হরিনামের সঙ্গে আসরে পরিবেশন হবে গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, কৃষ্ণ ভক্ত সুদামা, কালিয়া দমন সহ শ্রীকৃষ্ণের রাসলীলা। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভের আকুল প্রত্যাশায় ১৫তম বর্ষপূর্তিতে হরিবাসরের প্রতিটি পর্বে সকলের সবান্ধব উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

শ্রীভূমিতে আসছেন খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সম্পা
শ্রীভূমিতে আসছেন খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সম্পা
Spread the News
error: Content is protected !!