সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ:ফাইনালের দ্বিতীয় দল দৃষ্টি সোনাই

সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ:ফাইনালের দ্বিতীয় দল দৃষ্টি সোনাই

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্টিল কর্ণার সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠলো দৃষ্টি সোনাই। প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে বাজিমাত করে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নিল দৃষ্টি সোনাই। বৃহস্পতিবার ইলেভেন ফাইটারের (বারিকনগর) বিরুদ্ধে ২৯ রানে জিতে ফাইনালের ছাড়পত্র আদায় করে দৃষ্টি। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রতিপক্ষ দৃষ্টি দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইলেভেন ফাইটার। সে সুবাদে ইনজামুল মজুমদারের অলরাউন্ডার পারফরম্যান্সে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রানের বিশাল স্কোর খাড়া করে দৃস্টি সোনাই। তাদের ইনজামুল মজুমদার সর্বোচ্চ ৩৩ বলে ৯৭ রানের এক দুরন্ত ইনিংস খেলেন। যদিও আফসোস ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ১১টি ছক্কা ও ৫টি চারের মার দিয়ে এই ইনিংস সাজান ইনজামুল। দলের অন্য ব্যাটারদের মধ্যে বিজয় দাস করেন ৬৬ রান। বিজয় এতে ৪৬  বল খেলেন। এছাড়াও নিরুক লস্কর ২৩, টিংকু লস্কর ২২,শাহজাহান হোসেন লস্কর ১০ রান করেন। বোলিংয়ে সঞ্জু গোয়ালা ও আশরাফুল আলম লস্কর ২টি করে এবং সাহিদ আহমেদ লস্কর ১ করে  উইকেট শিকার করেন।

২৩৮ রানের বিশাল টার্গেট অতিক্রম করতে গিয়ে ইলেভেন ফাইটার ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৮ রানে আটকে যায়। তাদের তাহিল খাল ৫৪, কিশোর ২১, সঞ্জু গোয়ালা ২১, আসরাফুল আলম লস্কর ২০, ফারহাত সাহিল মজুমদার ১৮, রাজা মজুমদার ১৮ ও সাহিদ আহমেদ লস্কর ১৭ রান করেন। বোলিংয়ে শাহজাহান হোসেন লস্কর ৪টি, ইনজামুল মজুমদার ২টি, গোলাম ইউএফ বড়লস্কর ও কয়েস মজুমদার ১টি করে  উইকেট তুলে নেন। 

সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ:ফাইনালের দ্বিতীয় দল দৃষ্টি সোনাই

এদিনের  ম্যাচে আকমল মোবাইল ম্যান অব দ্যা ম্যাচ ক্রিকেটার নির্বাচিত হন দৃষ্টি সোনাই দলের ইনজামুল মজুমদার। তিনি ম্যাচের সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটস-এর পুরস্কারও জিতে নেন। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন রমিজ উদ্দিন লস্কর। সর্বাধিক ছক্কার পুরস্কারটি তুলে দেন
প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার।

Spread the News
error: Content is protected !!