পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে মেগা স্বাস্থ্য শিবির
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : অসম সরকারের সমগ্র শিক্ষা অভিযান ও স্বাস্থ্য বিভাগের (পাথারকান্দি পিএইচসি) যৌথ উদ্যোগে পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে এক বিশেষ মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরের মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। শিবিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

বুধবার শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহিব উল্লাহ, ডাঃ বেগম নাজমিন রুবাইয়া, ডাঃ বিকু দাস, ডাঃ জাকারিয়া আহমেদ, ডাঃ অনামিকা দাস, ডাঃ তানবীর হোসেন বড়ভূইয়া, ফার্মাসিস্ট আমসের আলি, এএনএম লিলি দাস ও মাম্পি আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কো-অর্ডিনেটর (পাথারকান্দি পিএইচসি) সঞ্জয় ভট্টাচার্যসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।শিবির শেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

