মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুরো পরিবার শেষ

২৯ জানুয়ারি : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থীরা জমায়েত করেছে এই মেলাতে। সেই মহাকুম্ভ মেলা থেকে পুণ্যস্নান সেরে গাড়ি করে দিল্লির বাড়িতে ফিরছিলেন এক দম্পতি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হয়েছে ওই দম্পতি সহ তাঁদের দুই সন্তানেরও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহবাদের কাছে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে।

জানা গিয়েছে, মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে গাড়িটি। পরবর্তীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তাঁদের গাড়ি। আর ওই গাড়ির মধ্যেই ছিলেন চারজন। মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতরা হল ওমপ্রকাশ সিং (৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা সিং(৩৪)। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান অহনা (১২) এবং বিনায়ক (৪)।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওমপ্রকাশ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, গাড়িটি সম্পূর্ণ ট্রাকের মধ্যে ঢুকে যায়। গাড়িতে আটকে পড়া দম্পতি ও তাঁদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুরো পরিবার শেষ
মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুরো পরিবার শেষ

Author

Spread the News