গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের, গুলিবিদ্ধ ডাকাত
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ফের গুয়াহাটি মহানগরে এনকাউন্টার। হাতিগাঁওে ডাকাতকে লক্ষ্য করে গুলি করেছে পুলিশ। গুলিতে কুখ্যাত চোর আহত হয়েছে।
মঙ্গলবার বনফুল এলাকায় চোরদের হামলায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ওই নারীর ওপর হামলা চালিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়।
হামলায় ওই নারীর দু’টি হাড় ভেঙে গেছে। এ ঘটনার পর গুয়াহাটি পুলিশ অভিযান শুরু করে। জুয়েল খান নামে এক ডাকাতকে পাকড়াও করার পর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা চালায়। সেসময় হাতিগাঁও পুলিশ ডাকাতকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হয় ডাকাত। আহত ডাকাতকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ তার ঘরে অভিযান চালিয়ে ওই মহিলার দু’টি এটিএম কার্ড ও একটি স্কুটি বাজেয়াপ্ত করে।

