বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : মঙ্গলবার বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে শিলচর রাধামাধব কলেজে। কলেজের গেমস এবং স্পোর্টস সেলের উদ্যোগে সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনে বেশিরভাগই ছিল মেয়েদের বিভিন্ন ইভেন্ট। পুরুষ বিভাগে ছিল ক্যারম ডাবলস ও আর্ম রেসলিং।
এদিন মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছে অনামিকা দাস, দ্বিতীয় মনীষা নাথ চৌধুরী ও তৃতীয় স্থান দখল করেছে মৌসুমী দেবনাথ। মেয়েদের ব্লাইণ্ড হিট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জয়শ্রী দেবনাথ ও দ্বিতীয় হয়েছে সুপ্রিয়া চাষা। এদিকে পার্টি মেকআপ এণ্ড হেয়ার ড্রেসিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে মনীষা নাথ চৌধুরী, দ্বিতীয় পুষ্পিতা রায় ও তৃতীয় স্থান দখল করে পলচিন দেব। এছাড়া ছেলেদের আর্ম রেসলিংয়ে প্রথম স্থান অর্জন করে মনীষ ছেত্রী, দ্বিতীয় সায়ন দেব ও তৃতীয় স্থান লাভ করে তুহিন শর্মা। এদিকে ছেলেদের ক্যারম ডাবল্সে চ্যাম্পিয়ন হয়েছে উদয় দেবনাথ ও রোহন রায় জুটি এবং রানার্স হয়েছে সহদেব দাস ও আর্জ রায় জুটি।
আগামীকাল মেয়েদের মেহেন্দি, আলপনা, রান্না প্রতিযোগিতা রয়েছে সেগুলি আয়োজন করতে সহযোগিতা করছে রাধামাধব কলেজ মহিলা সেল । মহিলাদের ব্যাডমিন্টন সহ রয়েছে এথলেটিক্স এর বিভিন্ন ইভেন্ট। এদিকে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রয়েছে আউটডোর গেমস, এতে রয়েছে ছেলে ও মেয়েদের ফুটবল এবং ক্রিকেট খেলা।
এদিন খেলোয়াড়দের উৎসাহিত করতে কলেজের মাঠে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, রাধামাধব কলেজ গেমস, স্পোর্টস এণ্ড কালচারেল সেলের কো-অর্ডিনেটর ডঃ রুমা নাথ চৌধুরী, আইকিউএসির কো-অর্ডিনেটর ও সহকারী কো-অর্ডিনেটর যথাক্রমে ড. সোনালি চৌধুরী ও ড. স্বর্ণালী রায় চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক তথা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. নবনিতা দেবনাথ, অধ্যাপিকা ড. সুমিতা বোস, নম্রতা নাথ, শবনম সারংশা প্রমুখ। পুরোদিন বিভিন্ন ইভেন্টকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতায় ছিলেন রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, লাইব্রেরি কর্মী কমলেশ দাশ ও কেলহৌক্রি রুৎসা।