সোনাইয়ে হেরোইন সহ ধৃত যুবক, বাজেয়াপ্ত স্কুটি
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। জানা গেছে, রবিবার সন্ধ্যা সাত নাগাদ সময় এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড আমজুরঘাট এলাকার সোনাই-লক্ষীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃত যুবক সাহাজ উদ্দিন লস্কর (বাপন হোসেন)। তার কাছ থেকে পাঁচটি সাবানের প্লাস্টিক কেসে ১৯৭.৮৩ গ্রাম হেরোইন এবং পাচারে ব্যবহৃত এএস ১১ এডি ৩২৭০ নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সোনাই পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।