অসমে পদ্মশ্রী পেলেন চারজন, পদ্মভূষণ একজন
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৫ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। এরমধ্যে অসমের পদ্মভূষণ একজন ও পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন চারজন। পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন প্রসিদ্ধ শিল্পী-নৃত্যাচার্য যতীন গোস্বামী। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন রেবকান্ত মহন্ত, ড. অনিলকুমার বড়ো, গীতা উপাধ্যায় ও জয়নাচরণ বাথারি।
শনিবার এক সরকারি বিবৃতিতে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকার মধ্যে রয়েছেন গোয়ার ১০০বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের একজন ঢাক শিল্পী এবং ভারতের প্রথম মহিলা পুতুলশিল্পী রয়েছেন।
লিবিয়া লোবো সারদেশাই, যিনি গোয়ার স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ১৯৫৫ সালে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে মানুষকে একত্রিত করার জন্য একটি জঙ্গলে ‘ভোজ দা লিবারদাবে (স্বাধীনতার কণ্ঠস্বর)’ নামে একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন স্থাপন করেছিলেন। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৫৭বছর বয়সী ঢাক শিল্পী গোকুল চন্দ্র দেও। তিনি ১৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছিলেন, পুরুষ-অধ্যুষিত সমাজের রক্ষণশীলতা ভেঙে দিয়েছিলেন।
![অসমে পদ্মশ্রী পেলেন চারজন, পদ্মভূষণ একজন অসমে পদ্মশ্রী পেলেন চারজন, পদ্মভূষণ একজন](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435834762524590212138840-1024x652.jpg)
![অসমে পদ্মশ্রী পেলেন চারজন, পদ্মভূষণ একজন অসমে পদ্মশ্রী পেলেন চারজন, পদ্মভূষণ একজন](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168701568102530151230697-1024x364.jpg)