মেয়েদের শিক্ষার পাশাপাশি অর্থকরী দিকেও স্বাবলম্বী করতে হবে : ড. খালেদা

জাতীয় কন্যা দিবসে প্রতিষ্ঠিতদের সংবর্ধনা স্বাস্থ্য বিভাগের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : মেয়েদের শিক্ষার পাশাপাশি অর্থকরী দিক দিয়েও স্বাবলম্বী করে তুলতে হবে। এজন্য নিযুত ময়না ও সুকন্যা সমৃদ্ধির মতো সরকারি স্কিমের সুযোগ নিতে হবে। তাছাড়া কন্যা সন্তানদের স্বাস্থ্যের দিকটাও অতি জরুরি এক বিষয়। শুক্রবার শিলচর গভঃ গার্লস এইচ এস স্কুলে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বললেন জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদ।  স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ও গভঃ গার্লস স্কুলের সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে ড০ খালেদা উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য বলেন, জীবনের লক্ষ্যকে সুপারি গাছ সম উচ্চতায় নয়, আকাশসীমায় রাখতে হবে, তাহলে ভবিষ্যতে একটা মর্যাদার স্থানে অধিষ্ঠিত হতে পারবে। লক্ষ্যকে সামনে রেখে পড়াশোনা চালিয়ে যেতে ছাত্রীদেরকে উদ্ধুদ্ধ করেন।

ড০ খালেদা বলেন, কেবল উচ্চতর মাধ্যমিক পড়ে শেষ নয়, কমেও স্নাতকোত্তর পর্যন্ত শেষ করতে হবে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষা ব্রনিয়া দাস বলেন, আগেকার দিনে সামাজিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন ছিলেন কন্যা সন্তানরা। চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হতো। ক্রমে সে গণ্ডি পেরিয়ে এখন কন্যারা স্বাবলম্বী হতে পেরেছেন। এজন্য সমাজের এক বিরাট ভুমিকা রয়েছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানি রাসমণি, বেগম রোকেয়া এসব সমাজ সংস্কারকের অনেক ভুমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রাঞ্জল ভাষায় সভার উদ্দেশ্য ব্যক্ত করেন জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ ময়নুল ইসলাম বড়ভূইয়া। তিনি বলেন, মেয়েদের একটা সীমাবদ্ধতায় আটকে রাখার নীতি কিছু মানুষের তৈরি। অথচ ধর্মের মুল গ্রন্থে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে। সেটা পড়াশোনাই হোক আর অন্যান্য ক্ষেত্রেই হোক।

মেয়েদের শিক্ষার পাশাপাশি অর্থকরী দিকেও স্বাবলম্বী করতে হবে : ড. খালেদা

জেলার ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় বলেন, কন্যা সন্তানদের বলীয়ান করতে সরকার ন্যাশনাল গার্ল চাইল্ড উদযাপন করছে। তাছাড়া বেটি বাঁচাও, বেটি পড়াও কার্যসূচি হাতে নিয়েছে সরকার এবং এসব কর্মসূচির মাধ্যমে এখন সমাজকে সচেতন করে তুলতে প্রয়াস চালানো হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এন এইচ এম-র কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডাঃ এস কে নন্দী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুঁ-র আধিকারিক ডাঃ অর্কদেব কর, জেলা ঠিকাকরণ আধিকারিক ডাঃ আব্দুল সালাম শেখ প্রমুখ। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত স্বক্ষেত্রে প্রতিষ্টিত ড০ খালেদা সুলতানা আহমেদ, গভঃ গার্লস এইচ এস স্কুলের অধ্যক্ষা ব্রনিয়া দাস, সংস্কৃতি জগতের নারী ব্যক্তিত্ব কল্যাণী দাম, মঞ্জুশ্রী চৌধুরী, মধুমিতা ভট্টাচার্য ও ড০ স্বরূপা ভট্টাচার্য আয়োজকদের পক্ষে সংবর্ধিত করা হয়।

মেয়েদের শিক্ষার পাশাপাশি অর্থকরী দিকেও স্বাবলম্বী করতে হবে : ড. খালেদা
মেয়েদের শিক্ষার পাশাপাশি অর্থকরী দিকেও স্বাবলম্বী করতে হবে : ড. খালেদা

উল্লেখ্য, এদিন জাতীয় কন্যা সন্তান দিবস উপলক্ষে জেলার অতিরিক্ত স্বাস্থ্য কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে সড়ক পরিক্রমা করে। অনুষ্ঠানের সব শেষে ধন্যবাদসুচক বক্তব্য রাখেন বিভাগীয় ডেপুটি ডিএমও বাপ্পা দেব। তাকে সহায়তা করেন সার্ভিলেন্স ইন্সপেক্টর বিভাগের  প্রণব কুমার দে। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নরসিংহপুর স্বাস্থ্যকেন্দ্রের হেল্থ এডুকেটর সঞ্জীব দাস।

Author

Spread the News