ভোটদান প্রক্রিয়ার কাজে পড়ুয়াদেরও সক্রিয় ভূমিকা থাকা উচিত : জীবন দাশ
ভোটার স্বাক্ষরতা সজাগতা কার্য্যক্রম রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : গণতান্ত্রিক দেশে ভোটদান প্রক্রিয়াই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সামিল হয়ে একটি স্বচ্ছ, মজবুত ও শক্তিশালী গণতন্ত্র গঠন করার ব্যাপারে জনসাধারণকে ভোটদান প্রক্রিয়ার কাজে উদ্বোদ্ধ করার দায়িত্ব ছাত্র ছাত্রীদের নিতে হবে। শনিবার শিলচর রাধামাধব কলেজ কনফারেন্স হলে জাতীয় ভোটার দিবসকে উপলক্ষ করে রাধামাধব কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ভোটার স্বাক্ষরতা সচেতনতা কার্য্যক্রমে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ।
এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত সচেতনতা কার্য্যক্রমে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা ভারতবর্ষের মতো একটি বিশাল গণতান্ত্রিক দেশে ভোটাধিকারের মাধ্যমে শক্তিশালী দেশ গঠনে সামিল হতে ছাত্রছাত্রীরা যাতে সবাইকে উদ্বোদ্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করে এই আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাহুল চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সন্তোষ বরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সূর্য্যসেন দেব, ডঃ পিয়া দাস, ড. সিএইচ মণিকুমার সিংহ, ড. এম সানি সিংহ, সাওয়ন চক্রবর্তী প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ।
![ভোটদান প্রক্রিয়ার কাজে পড়ুয়াদেরও সক্রিয় ভূমিকা থাকা উচিত : জীবন দাশ ভোটদান প্রক্রিয়ার কাজে পড়ুয়াদেরও সক্রিয় ভূমিকা থাকা উচিত : জীবন দাশ](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435838239168686128728927-1024x652.jpg)
![ভোটদান প্রক্রিয়ার কাজে পড়ুয়াদেরও সক্রিয় ভূমিকা থাকা উচিত : জীবন দাশ ভোটদান প্রক্রিয়ার কাজে পড়ুয়াদেরও সক্রিয় ভূমিকা থাকা উচিত : জীবন দাশ](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168704121453273722930263-1024x364.jpg)