শঙ্করমঠ ও মিশনের জয়পুর ডিক্সাগ্ৰান্ট শাখায় গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : অন্যান্য বছরের ন্যায় এবছরও শঙ্কর মঠ ও মিশনের জয়পুরের ডিক্সাগ্ৰান্ট শাখায় যোগাচার্য স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬ তম জন্মবার্ষিকী তথা বিশ্বশান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার। এদিন ব্রাহ্মমুহূর্ত থেকে ভক্তদের সমাগমে চলে গীতা পাঠ, চণ্ডীপাঠ, মহারুদ্রাভিষেক, বিশ্বশান্তি গীতা যজ্ঞ সহ সনাতন ধর্ম সম্মেলন এবং দূপূরে অগণিত উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে শিলচর শংকর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, গীতা নৈতিকতা এবং আধ্যাত্মিকতার মধ্যে সংযোগকে স্পষ্ট করে, একটি সদগুণ এবং মুক্তির জীবনের মধ্যে, ধর্মের সর্বজনীন নীতিগুলিকে আন্ডারলাইন করে যা প্রত্যেকের জন্য প্রযোজ্য – সত্যবাদিতা, অহিংসা, করুণা এবং সততা। এই গুণগুলি হল ঐশ্বরিক গুণাবলির অধিকারী এবং জীবনযাপন করা মানুষের চিহ্ন, যা তাদের মানবিক অস্তিত্বকে ন্যায্যতা দিতে এবং মুক্তির দিকে অগ্রসর হতে সাহায্য করে।গীতা শান্তি, করুণা, বিনয় এবং ঘৃণার অনুপস্থিতিকে ঐশ্বরিক গুণাবলী সম্পন্ন ব্যক্তির গুণাবলী হিসাবে বর্ণনা করে।

অন্যদিকে, কপটতা, অহংকার, অহংকার, কঠোরতা এবং ক্রোধ দানবীয় প্রকৃতি ও চরিত্রের অন্তর্গত।সনাতন, যার অর্থ শাশ্বত, একটি বিশেষণ যা ধর্মের প্রতিনিধিত্বকারী মূল্যবোধের সর্বজনীন এবং চিরন্তন প্রকৃতিকে নির্দেশ করে। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন স্বপ্রকশানন্দ ব্রহ্মচারী মহারাজ, আচার্য অনিন্দ পুরী, বেনু মহারাজ, আত্মানন্দ মহারাজ, কৃষ্ণানন্দ মহারাজ, রামেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ সুজিত মিত্র, সুমন মিত্র, রূপন মিত্র, রাকেশ চৌধুরী, ছোটন মিত্র, সুজিত দে, বিউটি দে, রুপা দে, লক্ষী সেন সহ আরো অন্যান্যরা।

শঙ্করমঠ ও মিশনের জয়পুর ডিক্সাগ্ৰান্ট শাখায় গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন
শঙ্করমঠ ও মিশনের জয়পুর ডিক্সাগ্ৰান্ট শাখায় গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন

Author

Spread the News