মওলানা আহমদ আলি রংপুরীর বার্ষিক ইসালে সওয়াব কাল

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : আগামী ২৫  জানুয়ারি শনিবার শিলচর রংপুর দ্বিতীয় খণ্ডের প্রখ্যাত পীর শাহসূফী আলহাজ মওলানা আহমদ আলি রংপুরীর বার্ষিক  ইসালে সওয়াব মহফিল আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬ টা থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সবধরনের প্রস্তুতি চলছে এনিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রওজা সংলগ্ন মাঠে বিশাল প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে।

উল্লেখ্য, উরুস মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মওলানা মহিউদ্দিন রংপুরী। কোরান খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর খতমে খাজেগান, মিলাদ মহফিল এবং ধারাবাহিক ভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট মওলানারা দ্বীনি আলোচনা করবেন। ফজরের পর তরিকতের খতম ও আখেরী মোনাজাত ও শিরীন বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এই উরুস মাহফিলে ধর্মপ্রাণ লোকদের উপস্থিত কামনা করেন তিনি।

মওলানা আহমদ আলি রংপুরীর বার্ষিক ইসালে সওয়াব কাল
মওলানা আহমদ আলি রংপুরীর বার্ষিক ইসালে সওয়াব কাল

Author

Spread the News