বনভোজন গিয়ে গরুর মাংসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার, ধৃত ৬
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বনভোজন গিয়ে গরুর মাংসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের জালে পড়ল ছয় মুসলিম যুবক। হাতিগাঁও পুলিশ কামরূপ পুলিশের সহায়তায় ওই যুবককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত এখনও চলছে। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা জানিয়েছেন, গ্রেফতার হওয়া যুবকদের নাম যথাক্রমে সাহিল খান, হাফিজুর ইসলাম, রকিবুল হুসেন, সাহিদুল ইসলাম, ইজাজ খান এবং জাহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, পিকনিক করতে যাওয়ার সময় যুবকটি গরুর মাংস কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ১০/২৫ নম্বরে হাতিগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। হাতিগাঁও থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ছয় যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকটিকে কামরূপের ছায়গাঁও আসালপাড়া থেকে গ্রেফতার করা হয়।

