জেলাসভাপতি রূপম সাহাকে সংবর্ধনা রামনগর মণ্ডল বিজেপির

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : বিজেপি জেলাসভাপতি রূপম সাহাকে জাঁকালো সংবর্ধনা জানিয়েছেন সোনাইর রামনগর মণ্ডলের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায়  সংবর্ধনা সভায় মণ্ডল সভাপতি লয়াম্বা সিংহ পাগড়ি ও তুলের তোড়া তুলে দিয়ে সম্মান জানিয়েছেন। এছাড়া বুথ সভাপতিরা উত্তরীয় ও গামছা গলায় পরিয়ে তাকে স্বাগত জানিয়েছেন।

রূপম সাহা বক্তব্যে সাংগঠনিক  ভিত মজবুত করতে কর্মকর্তাদের মাঠে নামার উপর জোর দিয়ে শক্তিকেন্দ্র প্রমুখরা হচ্ছেন দলের মুল শক্তি। তারা যত শক্তিশালী হবেন ভোট তত বাড়বে। এই ফামুলায় চললে সোনাই পুনরুদ্ধার কোন ও কঠিন ব্যাপার নয়। বক্তব্যে তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি দায়িত্ব গ্রহনের পর নয়া ফর্মুলা গ্রহন করেছি। মণ্ডল সভাপতিরা যাবে বুথে। বুথ সভাপতির যাবে ভোটারদের ঘরে। প্রয়োজনে দুতিনটি বুথ নিয়ে সভায় আমি যাবো এভাবে দলের কাজ চললে বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই কারো।

জেলাসভাপতি রূপম সাহাকে সংবর্ধনা রামনগর মণ্ডল বিজেপির
জেলাসভাপতি রূপম সাহাকে সংবর্ধনা রামনগর মণ্ডল বিজেপির

এছাড়া সাংগঠনিক  বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক সৌমিত্র কুমার দে। স্বগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি লায়াম্বা সিংহ। উপস্থিত  ছিলেন বীরচন্দ্র সিংহ, তম্বী সিংহ,  রজ্ঞন কুৃমার সিংহ, রাহুল দে, মসদ্দর আলি শেখ, নজির হোসেন, মেহবুব  বড়ভূইয়া প্রমুখ।

Spread the News
error: Content is protected !!