শ্রীভূমি জেলার উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা মন্ত্রী অজন্তার
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : রাজ্যের বিত্ত এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ বুধবার শ্রীভূমি জেলা সফর করে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে মন্ত্রী জেলা সমাজ কল্যাণ বিভাগ, কর বিভাগ ও অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করেন। এতে মন্ত্রী মাতৃত্বকালীন মৃত্যু, শিশু মৃত্যুও দারিদ্র নির্মূলীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অঙ্গনওয়াডি কেন্দ্রগুলিতে শিশুদের আসা সুনিশ্চিত করতে অনুপ্রেরণামূলক কার্যক্রম চালাতে সমাজ কল্যাণ বিভাগের সিডিপিও, সুপারভাইজারদের ঘরে ঘরে অভিযান চালাতে নির্দেশ দেন।
তিনি অঙ্গনওয়াডি কেন্দ্র সঠিক সময়ে সকাল সাড়ে ৮ টায় খোলা সুনিশ্চিত করতে বলেন। পাশাপাশি, জেলায় প্রধান মন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ও বেটি বাচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাল্য বিবাহ, শিশু পাচার এবং মহিলা ও শিশুদের বিভিন্ন সমস্যার বিষয়ে অধিক সচেতনতা চালানোর পরামর্শ দেন। শীঘ্রই অঙ্গওয়াডি কর্মীদের মোবাইল ফোন প্রদান করা হবে বলে জানান। তিনি সমাজ কল্যাণ বিভাগকে সমাজ সংস্কারক বিভাগ হিসেবে কাজ করতে আহ্বান জানান। বৈঠকে জেলায় ৩৫০টি মডেল অঙ্গনওয়াডি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি মার্চ মাসের মধ্যে এগিয়ে চলা কেন্দ্রগুলির কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন। এদিন মন্ত্রী কর বিভাগের কর্মকর্তাদের সাথে এসজিএসটি ও বিভিন্ন কর সংগ্রহে গতি আনতে নির্দেশ দেন। বৈঠকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
এদিনের বৈঠকে ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, এডিসি ধ্রুবজ্যোতি দেব, শ্রীভূমির চক্র আধিকারিক জাগৃতি কালোয়ার, পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বলারি, নিলাম বাজারের চক্র আধিকারিক কে ঈশান সিংহ, রামকৃষ্ণ নগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, বদরপুরের চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা এনগামলাই, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, সহকারী আয়ুক্ত রুপক মজুমদার, সহকারী আয়ুক্ত রংবামন টেরন, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর সহ বিভাগীয় আধিকারিকরা অংশ গ্রহণ করেন।