রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু ৬৬ জনের

২২ জানুয়ারি : রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, স্থানীয় সময় গভীর রাত প্রায় সাড়ে ৩টা নাগাদ আগুন লাগে। একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ১২ তলা ভবনের একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। তারপর সেটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। এখনও পর্যন্ত ৬৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু ৬৬ জনের
রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু ৬৬ জনের
Spread the News
error: Content is protected !!