স্ত্রীর নামে টেট দিতে ধরা পড়ল শিক্ষক স্বামী
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : স্ত্রীর নামে পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন স্বামী। তেজপুর সরকারি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে থাকা কেন্দ্র থেকে এই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সাদেক আলি নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীর হয়ে পরীক্ষায় বসে ছিলেন। আবার সাদেক আলি একজন শিক্ষক।
উল্লেখ্য, আজ শনিবার রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৯,৫৮২ জন প্রার্থী টেট পরীক্ষায় বসেন। টিইটি নিয়োগ পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়। স্নাতক পরীক্ষায় মোট ৩৯,২২৪ জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় ৩০,৩৫৮ জন প্রার্থী।স্নাতকোত্তর পরীক্ষা শুরু হবে দুপুর দেড় টায়। স্নাতক শিক্ষকদের জন্য ৯টি জেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্যদিকে, স্নাতকোত্তর শিক্ষকদের জন্য ৪৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষাটি কাছাড়, ডিব্রুগড়, যোরহাট, কামরূপ, কামরূপ (শহর), লখিমপুর, নলবাড়ি এবং শোণিতপুরে অনুষ্ঠিত হয়।