ফের বাঁশের সেতু থেকে রুকনি নদীতে পড়ল অটো, আহত চালক
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ফের ভাগাবাজারে রুকনি নদীর বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী টেম্পু। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। শনিবার সন্ধ্যায় ভাগা-শেরখান সড়কের রুকনি নদীতে পড়ে যায় একটি টেম্পু অটো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনগরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা টেম্পু সেতু দিয়ে নদী পার করে ভাগাবাজার প্রান্তের নদী তীরে উঁচু জায়গাটি উঠছিল। এক সময় গাড়ির ইঞ্জিনের চালিকাশক্তি কমে গেলে পেছনে গিয়ে সোজা নদীতে পড়ে। তখন গাড়িতে শুধু চালক ছিলেন। স্থানীয় মানুষ তাৎক্ষণিক তাকে উদ্ধার করেন। চালক আহত হয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় অনুরূপভাবে একটি অটো দুর্ঘটনাগ্ৰস্থ হয়ে নদীর জলে পড়ে যায়। ওই অটোতে চালক সহ দুইজন যাত্রী ছিলেন তারা আহত হয়েছিলেন। উল্লেখ্য ভাগাবাজারে রুকনি নদীর উপর থাকা ভাগা শেরখান সড়কের ভেঙে পড়া সেতুটি সহ একটি সাবওয়ে নির্মাণ করার জন্য তিন কোটি ছাব্বিশ লাখ টাকা মঞ্জুর হয়েছে। কিন্তু ভেঙে পড়া সেতুর ধারে ক্রমে তিনটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। দু’চার দিনের মধ্যে জলের তোড়ে ভেসে যায় বাঁশের সাঁকো গুলি। এরপর কাঠের খুঁটি পুঁতে উপরে খড় ও বাঁশ দিয়ে চাটাই বিছিয়ে জনগণের যাতায়াতের জন্য নড়বড়ে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়। তখন স্থানীয় জনগণ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, কিছুদিনের মধ্যেই সেতুটি পুনরায় ভেঙে পড়বে নতুবা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। প্রসঙ্গত গত ১৩ সেপ্টেম্বর রাতে ওভার লোড তিনটি টিপার গাড়ি এক সঙ্গে সেতুর ওপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে ভাগা-শেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি। এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ।