স্কুল পড়ুয়াদের মধ্যে সুয়েটার বিতরণ সমাজকর্মী ফকরুল ইসলামের
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : অসম সরকার স্কুল পোশাক দিলেও সুয়েটার দেয়নি। এতে গ্রামাঞ্চলের আর্থিকভাবে দুর্বল পরিবারের স্কুল পড়ুয়া সন্তানরা শীতবস্ত্র না থাকায় ঠাণ্ডায় সকালে স্কুল যেতে কষ্টের মুখে পড়তে হচ্ছে। এমতাবস্থায় পড়ুয়ারা নিয়মিত স্কুলে যেতে বাধা হয়ে দাঁড়িছে। একই অবস্থা সোনাইয়ের প্রত্যন্ত অঞ্চলের দক্ষিণ মোহনপুরের ১৫৮০ নম্বর বড়খালপার এলপি স্কুলেও দেখা দেয়। স্কুলের প্রধান শিক্ষক দক্ষিণ কৃষ্ণপুরের বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়ার কাছে কয়েকটি সুয়েটার দান করার আহ্বান জানান। তিনি আহ্বানে সাড়া দিয়ে ৭৮ জন পড়ুয়ার হাতে এক রঙের সুয়েটার তুলে দেন। শনিবার স্কুলে পৌঁছে আনুষ্ঠানিক ভাবে তিনি পড়ুয়াদের মধ্যে বিতরণ করেন।
তিনি বলেন, কচিকাঁচা পড়ুয়ারা যেন নিয়মিত স্কুলে আসে। এবং শিক্ষা গ্রহণ করে নিজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের স্বার্থে তারাও যেন কাজ করে। এই আশাটুকু তিনি রাখেন। এ দিন ফকরুল ইসলামকে স্কুল কর্তৃপক্ষ বিদ্যাঞ্জলি অ্যাওয়ার্ড দিয় সম্মানিত করে। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ছেলে সুহান আহমদ বড়ভূইয়া, সুহেল চৌধু্রী ও আব্দুল মতিন বড়ভূইয়া। এই মহৎ কাজের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক আব্দুল মতলিব চৌধুরী।
উল্লেখ্য, গত বছর তিনি ৪৭২ নম্বর সাতকরাকান্দি এলপি স্কুলের ১২৫ জন পড়ুয়াকে সুয়েটার দান করেন।