গুয়াহাটিতে ভাড়া ঘর থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক পড়ুয়ার মৃতদেহ।   উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম অনিমেষ বরা। দেড়গাঁওয়ের কাকডোঙ্গার মেধাবী ছাত্র অনিমেষ বরা। গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিমেষ বরা ১৬ জানুয়ারি একটি ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন। এর আগে বিহুর বন্ধে বাড়িতে গিয়েছিল। বন্ধের পর ফের ছাত্রটি গুয়াহাটিতে তার ভাড়া বাড়িতে ফিরে আসে। কিন্তু পরে দেহটি পচাগলা অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

উল্লেখ্য যে, অনিমেষ বরা একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন। উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় তিনি স্টার নম্বর পেয়েছিলেন। মাধ্যমিকেও  ফলাফল খুব ভাল ছিল। অনিমেষ কাকডোঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদকও ছিলেন। কাকডোঙ্গার স্থানীয়রাও এই সত্য মেনে নিতে পারছেন না যে এই ছাত্র আত্মহত্যা করেছে। পুরো ঘটনা তদন্তের পর জানা যাবে। ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

গুয়াহাটিতে ভাড়া ঘর থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ

Author

Spread the News