নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, অবসরও নিতে পারেন ঘোষণা ট্রুডোর

১৭ জানুয়ারি : প্রায় একদশক আগে একজন তরুণ এবং নিরলস রাজনীতিবিদ হিসাবে উত্তরন ঘটিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কানাডার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি, অবসর নিতে পারেন রাজনীতি থেকেও! সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, এদিন ট্রুডো বলেন, “আমি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, আমার এই সিদ্ধান্ত একান্তই ব্যাক্তিগত।” তবে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি কী করবেন সেই বিষয়ে এখনও কোনও কিছু ভাবেননি বলেও জানিয়েছেন তিনি। একটি সাংবাদিক সম্মেলনের দরুন তিনি বলেন,“এরপর আমি কী করব সেই বিষয়ে কিছু ভেবে দেখার সময় এখনও পাইনি। কানাডার নাগরিকেরা এই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে যে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছিলেন সেই দায়িত্ব পালন করার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টাই আমি সবসময় করে এসেছি।”

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, অবসরও নিতে পারেন ঘোষণা ট্রুডোর

প্রসঙ্গত, সম্প্রতি ট্রুডো এবং তাঁর অধীনে থাকা লিবারেল পার্টি ভীষণভাবে জনপ্রিয়তা হারিয়েছে কানাডায়। যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গেও সম্পর্কে এসেছে তিক্ততা।এতসব চাপের মুখেই ট্রুডোর এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Author

Spread the News