মাঝপথে বন্ধ উদ্ধার অভিযান, ফিরে গেল নৌ-সেনার দল
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : উমরাংশু অসম কয়লাখনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারের অভিযান নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, সোমবার উদ্ধার অভিযান মাঝপথে বন্ধ রেখে ফিরে গেছে নৌ-সেনার দল। নৌ-সেনার দলের সঙ্গে নাগপুর থেকে আনা বিশেষ পাম্প মেশিনটিও ফিরিয়ে নেওয়া হয়েছে।
যদিও নৌ-সেনার দলটি উদ্ধার অভিযান মাঝপথে বন্ধ করে ফিরে গেছে, তবুও এনডিআরএফ বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কয়লাখনি থেকে জল নিষ্কাশনের জন্য পাম্প বসানো হয়েছে, কিন্তু পাম্প বন্ধ করলেই খনিতে আবার জল ঢুকে যাচ্ছে। বর্তমানে কয়লাখনির ভিতরে ১০০ ফুট জল জমে আছে। যার ফলে তিন কিলোমিটার দীর্ঘ কয়লাখনিতে উদ্ধার অভিযান নিয়ে আরও অনিশ্চয়তা বেড়েছে।
অন্যদিকে, নৌ-সেনার দল ফিরে যাওয়ার পর খনির ভেতরে আটকে থাকা ৫ জন শ্রমিকের জীবন নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবার ও আত্মীয়রা। খনিতে আটকে থাকা ৯ জন শ্রমিকের মধ্যে ৪ জনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধারকারী দল উদ্ধার করেছে। গত ৯ দিনে খনির ভিতরে জল বাড়তে থাকায় জল নিষ্কাশন প্রক্রিয়া কখন সম্পূর্ণ হবে, তা এখনও অনিশ্চিত।
এদিকে, ৭ জানুয়ারি থেকে উদ্ধার অভিযানে যুক্ত থাকা নৌ-সেনার ডুবুরির একটি দলকে মঙ্গলবার ওই স্থান থেকে ফেরৎ পাঠানো হয়েছে।