ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, সম্মাননা প্রদান

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মে : সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ৬৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এর অঙ্গ হিসেবে ফুটবল অ্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ফুটবল সংস্থার সচিব সাংগ্রান ব্রহ্ম। তিনি শিলচরে এবছর সন্তোষ টফ্রি ফুটবল আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করেন। ডিএসএর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে একথা বলেন তিনি। শিলচর ডিএসএর মাঠ এবং পরিকাঠামো দেখে তিনি খুশি ব্যক্ত করেন। তিনি শিলচরের ফুটবলের উন্নতির জন্য তিনি নিজে সচেষ্ট থাকবেন বলেও জানান।

ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, সম্মাননা প্রদান

এ দিন সকালে সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি শিবব্রত দত্ত উপস্থিত ছিলেন সচিব অতনু ভট্টাচার্য সহ-সভাপতি নন্দ দুলাল রায় সহ-সচিব (প্রশাসন) দেবাসিস সোম সহ সচিব মেজর অরিজিৎ গুপ্ত, কোষাধক্ষ্য বুদ্ধদেব চৌধুরী, ফুটবল সচিব বিকাশ দাস, সাংস্কৃতিক বিভাগের সচিব  প্রণবকল্যাণ দে, মৃণালকান্তি রায়, জহর পাল সহ অন্যান্যরা। এরপর সংস্থার প্রতিষ্ঠা সদস্য বাদল দেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। বিকেলে শিলচর ফুটবল অ্যাকাডেমির কাডেমির যাত্রা শুরু করেন আসাম ফুটবল সংস্থার সচিব সাংগ্রাং ব্রহ্ম এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে ডিএসএর প্রাঙ্গনে এক বিবাহ বাসরে ১৯৭৪ সালে আন্তঃজেলা সিনিয়র ফুটবল দলের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, সম্মাননা প্রদান

উল্লেখ্য, ১৯৭৪ সালের পর এ পর্যন্ত কোন সিনিয়র ফুটবল চ্যাম্পিয়ন হয়নি। যাঁরা প্রয়াত তাঁদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এএফএ সচিব ব্রহ্ম, বিধায়ক দিপান চক্রবর্তী, সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ।

ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসে ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, সম্মাননা প্রদান

এছাড়াও সত্যেন্দ্র চন্দ ভট্টাচার্য স্মৃতি টিটি ক্যারাম এবং কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে একি মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়। শিলচর ডিএসএর উত্থানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন অতীতে, তাদের স্মরণ করে শ্রদ্ধা জানান বিধায়ক চক্রবর্তী। ডিএসএ-র উন্নতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত বাড়িয়ে দেওয়াতে বিধায়ক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Author

Spread the News