ভাগায় বাঁশের সেতু থেকে রুকনি নদীতে অটো

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল অটো।
ভাগা-শেরখান সড়কের রুকনি নদীতে পড়ে যায় যাত্রীবাহী অটো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজগোবিন্দপুরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা যাত্রীবাহী অটো কাঠ ও বাঁশের সেতু দিয়ে নদী পার করে ভাগাবাজার প্রান্তের নদী তীরে ঢালু জায়গাটি উঠছিল। এক সময় গাড়িটির ইঞ্জিনের শক্তি কমে গেলে পেছনে গিয়ে সোজা নদীতে পড়ে। গাড়িতে চালকসহ একজন বিকলাঙ্গ ব্যক্তি ছিলেন। স্থানীয় মানুষ তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করেন। এক ঘটনায় চালক ও যাত্রী কেউই তেমনভাবে আহত হননি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত ৮-১৫ মিনিটে ওভার লোডে তিনটি গাড়ি এক সঙ্গে সেতুর ওপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে ভাগা-শেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি। এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ।

ভাগায় বাঁশের সেতু থেকে রুকনি নদীতে অটো
ভাগায় বাঁশের সেতু থেকে রুকনি নদীতে অটো
Spread the News
error: Content is protected !!