কংগ্ৰেসে যোগদান সাত যুব সমাজকর্মীর

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : শিলচর জেলা কংগ্ৰেস ভবনে উপস্থিত হয়ে শিলচরের বিশিষ্ট ৭ জন সমাজকর্মী যুবক-যুবতীরা কংগ্ৰেস দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন। যোগদানকারীরা হলেন এই উপত্যকার একজন প্রতিভাবান পোর্টালের পরিচালিকা সারিকা আজমি বড়ভূইয়া, আইনজীবী রিয়াজুল হক বড়ভূইয়া, সমাজকর্মী আক্তার হোসেন বড়ভূইয়া, হাসিনা বেগম লস্কর, সাদ্দাম হুসেন বড়ভূইয়া, জুনায়েদ আহমেদ লস্কর ও বাহারুল ইসলাম লস্কর। সোমবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকারের হাত ধরে দলে যোগদান করেন।

যোগদানকারীরা সবাই নিজ-নিজ বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে সমাজের উন্নয়নের স্বার্থে  আর সাধারণ জনগণের প্রতিবাদী আওয়াজকে তুলে ধরার জন্য উনারা কংগ্রেস দলকে বেছে নিয়েছেন। আগামী দিনে কংগ্রেস দলকে উন্নত করার জন্য তাঁরা সক্রিয়ভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত অর্কদীপ সাহা, নাহার হুসেন বড়ভূইয়া প্রমুখ।

কংগ্ৰেসে যোগদান সাত যুব সমাজকর্মীর
কংগ্ৰেসে যোগদান সাত যুব সমাজকর্মীর
Spread the News
error: Content is protected !!