আসাম রাইফেলস ফুটবলে জয়ী কাইমাই কুকি

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আসাম রাইফেলস অর্গানাইজেশন কাইমাই অপারেশন সদভাবনার অধীনে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। খেলাধুলার মাধ্যমে স্থানীয় যুবকদের যুক্ত করার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে আসাম রাইফেলস, অপারেশন সদভাবনার অধীনে, মণিপুরের তামেংলং জেলার কাইমাই ফুটবল মাঠে ১০ ও ১১ জানুয়ারি দু’দিনব্যাপী “কাইমাই রেঞ্জস ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপের জন্য চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। টুর্নামেন্টে কাইমাই কুকি চ্যাম্পিয়ন হয়। ফাইনালের দিনে কাইমাই নাগা এবং কাইমাই কুকি উভয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আসাম রাইফেলস ফুটবলে জয়ী কাইমাই কুকি
Spread the News
error: Content is protected !!