পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : অবশেষে, বহু প্রতীক্ষিত পঞ্চায়েত  নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের। অসমে পঞ্চায়েত নির্বাচন হবে, অসম সরকারকে পঞ্চায়েত নির্বাচন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ৯টি জটিল পঞ্চায়েত বাদে বাকি পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার গৌহাটি হাইকোর্ট এই রায় দিয়েছে।

পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারনের আদালতে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছিল। বিষয়টি গৌহাটি হাইকোর্টের বিবেচনাধীন থাকায় রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।

এ দিকে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে হাইকোর্ট শনিবার রাত ১২ টার মধ্যে রায় না দিলে ম্যাট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে না।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের
Spread the News
error: Content is protected !!