চুরাইবা‌ড়ি‌তে মেগা স্বাস্থ‌্য শি‌বির অনু‌ষ্ঠিত

বরাক তরঙ্গ, ১১:জানুয়ারি : Accordingly পিএমশ্রী দ্বাদশমান বিদ্যালয়ে শনিবার একটি মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদানের আয়োজন করা হয়। এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্ঢ় ও রক্তদান কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করা।অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য শিবিরে উপস্থিতত ছিলেন ধর্মনগর জেলা হাসপাতাল সহ কদমতলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দুজন চিকিৎসক।তাঁদের পরামর্শ ও সেবামূলক কা‌জে এই শিবির আরও সফল হ‌য়ে উ‌ঠে।

চুরাইবা‌ড়ি‌তে মেগা স্বাস্থ‌্য শি‌বির অনু‌ষ্ঠিত

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত শিক্ষা আধিকারিক সমীর দাস,তিনি এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন সমাজ সেবামূলক কার্যক্রমের আহ্বান জানান। বিদ্যালয়ের এই মহতী উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব‌লে আশা ব‌্যক্ত ক‌রেন স্কুল কর্তৃপক্ষ।

চুরাইবা‌ড়ি‌তে মেগা স্বাস্থ‌্য শি‌বির অনু‌ষ্ঠিত
Spread the News
error: Content is protected !!