পাথারকান্দির ভারত-বাংলা সীমান্তে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত দালাল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শ্রীভূমি জেলার পাথারকান্দির ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের গুলিতে আহত হয়েছেন দিলওয়ার হোসেন নামের এক মানব পাচারকারী দালাল। অভিযোগ মতে দালাল দিলওয়ার দীর্ঘদিন ধরে অবৈধ পথে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করাচ্ছিলেন। জানা গেছে, শুক্রবার শ্রীভূমি রেলস্টেশন থেকে পুলিশ দিলওয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশের টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে ছয় মাস ধরে সে শ্রীভূমি জেলার বিভিন্ন ভারত-বাংলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করাচ্ছিলেন। পরে তার এমন শিকারোক্তির সূত্র ধরে শনিবার সকালে শ্রীভূমি পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে দিলওয়ারকে নিয়ে পাথারকান্দি থানা অধীন ফুলকান্দি সীমান্তে ঘটনাস্থল পরিদর্শনে গেলে, দালাল দিলওয়ার পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ গুলি ছুঁড়ে, যা দিলওয়ারের পায়ে লাগে। পরে

পাথারকান্দির ভারত-বাংলা সীমান্তে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত দালাল

আহতের অবস্থা গুলিবিদ্ধ দিলওয়াকে পুলিশ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে তাঁরা গুলি চালাতে বাধ্য হয়েছিল। এদিকে, পুলিশ সূত্রে জানা যায় গুলিবদ্ব দালাল দিলওয়ার হোসেন ত্রিপুরার বাসিন্দা সে অসম এবং ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ উপয়ে মানুষকে ভারতে প্রবেশ করাচ্ছিলেন।

পাথারকান্দির ভারত-বাংলা সীমান্তে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত দালাল

এদিকে, এমর্মে পুলিশসুপার পার্থ প্রতিম দাস জানান, দিলওয়ার একটি সংঘবদ্ধ দালাল চক্রের সদস্য। তিনি অসম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে বহু মানুষকে অবৈধভাবে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিলেন। চক্রটির অন্য সদস্যদের খোঁজে তদন্ত জারি রেখেছে পুলিশ।

Author

Spread the News