অটো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা প্রয়াত
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অল কাছাড় অটো রিকশা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা প্রয়াত হলেন। শুক্রবার ভোর ৩-৫৫ মিনিটে শিলচর মেডিক্যালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫০ বছর।
এদিন অল কাছাড় অটো রিকশা অ্যাসোসিয়েশনের তরফে প্রয়াত রঞ্জিত সাহার প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান রঞ্জিত সাহার প্রয়াণে অ্যাসোসিয়েশনের বিশাল ক্ষতি হয়েছে। তাঁর মতো একজন দক্ষ সহকর্মীকে খোঁজে বের করা হয়তো আগামীতে কখনও সম্ভব হবে না। অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত থেকে প্রয়াত রঞ্জিত সাহা সহকর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সকলের পাশে থেকে সর্বদা সহায়তা করে গেছেন তিনি। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রয়াতের ঘরে গিয়ে পরিবারের পাশে থেকে সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন।