শিলচরে অসম ভোগালি পৌষ মেলা শুরু

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : প্রোডাক্টের গুণগত মান আরও সমৃদ্ধ করতে এসএইচজি-র উদ্যোগী মহিলাদের পরামর্শ দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার শিলচর সিএমটিসি ভবনে অসম ভোগালি পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনা করে এই পরামর্শ দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। ডিস্ট্রিক মিশন ম্যানেজমেন্ট কাছাড় ও এএসআরএলএমের যৌথ ব্যবস্থাপনায় শুরু হয় তিন দিবসীয় ওই মেলা।

শিলচরে অসম ভোগালি পৌষ মেলা শুরু

এতে বিভিন্ন এসএইচজি গ্রুপের কার্যকর্তারা মেলায় অংশ বিভিন্ন স্টল দেন। স্টলগুলোতে রয়েছে সুস্বাদু পিঠে, চুঙ্গা পিঠে, ফুল, সব্জি সহ নানান সামগ্রী। এদিনের ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ণ চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্যরা।

শিলচরে অসম ভোগালি পৌষ মেলা শুরু

Author

Spread the News