প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন, মামলা কাটিগড়া থানায়
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : লোমহর্ষক ঘটনা কাটিগড়ায়! প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন করল প্রেমিক সহ আরও কয়েকজন। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনও এক নির্জন স্থানে ধর্ষণ করে ছয়ফুল উদ্দিন এক উঠতি যুবক। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় মামলা করেন নিহতের মা।
ঘটনাটি গত শনিবারের। জানা যায়, কাটিগড়া থানা অধীন তিনটিকরি গ্রামের আনর উদ্দিনের ছেলে ছয়ফুল উদ্দিন প্রেমিকাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনও এক নির্জন স্থানে ধর্ষণ করে। পরে মেয়েটি চলে যায় ছয়ফুলের বাড়িতে। সেখানে বাড়ির লোকজন যুবতীকে প্রথমে প্রচণ্ড মারধর করেন। কেন এ বাড়িতে এলো, এপ্রশ্নে মারধরের পর একসময় জোর করে বিষ পান করানো হয় বলে অভিযোগ। মারধর ও বিষের যন্ত্রণায় কাতরানো মেয়েটিকে ছয়ফুলের বাড়ির সবাই মিলে রাস্তায় ফেলে আসতে চাইছিলেন। তখন এলাকার কিছু লোকের চোখে পড়ে ঘটনাটি। অগত্যা ছয়ফুলের বাড়ির কয়েকজন মৃত্যু যন্ত্রণায় কাতর মেয়েটিকে নিয়ে যান কাটিগড়া মডেল হাসপাতালে। সেখানে রেখেই চম্পট দেয় তারা।
এদিকে, গ্রামেরই কোনও এক সুত্রে নির্যাতিতার বাড়ি খবর পৌঁছে যায়। বাড়ি থেকে তার মা, বাবা হাসপাতালে পৌঁছেন। মেয়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় পরামর্শে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সোমবার বিকেলে ধর্ষিতা মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘুংঘুর পুলিশ মেডিক্যালে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত শেষে মঙ্গলবার সম্পন্ন হয় ময়নাতদন্ত। বুধবার তার দেহ কবরস্থ করেন নিকটাত্মীয়রা। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা।