দাউদাউ করে জ্বলছে গোটা শহর, ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি বাড়িঘর, মৃত ৫

৯ জানুয়ারি : ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলের কবলে। দাউদাউ করে জ্বলছে গোটা শহর।মঙ্গলবার থেকেই আগুন ছড়িয়েছে। ইতিমধ্যেই ৫ জন প্রাণ হারিয়েছেন এবং ঘরছাড়া হাজার হাজার মানুষ। বাদ যাননি হলিউড তারকারাও। নানা স্থানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে সরকারি উদ্যোগে।
সমগ্র এলাকা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মূলত তীব্র বাতাসের গতির কারণেই দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবানল। এক হাজারেরও বেশি মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলে, বহু মানুষ এখন ঘরছাড়া।

মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্ব দিকের একটি সংরক্ষিত বনাঞ্চলে হঠাৎ করেই আগুন ধরে যায়, আর সেই আগুন তৎক্ষণাৎ ২ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তীব্র গতির বাতাসের (Los Angeles Wildfire) কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বুধবার বাতাসের গতিবেগ ছিল ১২৯ কিমি প্রতি ঘণ্টায়।

গভর্নর গেভিন নিউজ্যাম এই দৃশ্য পরিদর্শন করেছেন এবং জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ৭০ হাজার বাসিন্দাকে ঘর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ হাজার বাড়ি এখন বিপদের মুখে।

দাউদাউ করে জ্বলছে গোটা শহর, ক্ষতিগ্রস্ত হাজারেরও বেশি বাড়িঘর, মৃত ৫

Author

Spread the News