গুয়াহাটিতে রাজ্য ভিত্তিক সম্মেলন সিপিএমের
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সিপিআই (এম) অসম রাজ্য সম্মেলন শুরু হলো। রবিবার গুয়াহাটি সুক্কেশ্বর ঘাটে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু রাজ্য ভিত্তিক সম্মেলন। শেষ হবে মঙ্গলবার।
দশ হাজারেরও বেশী লোক প্রকাশ্য সমাবেশে অংশ নেন। প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন দলের পলিটব্যুরো সদস্য মানিক সরকার ও নীলোৎপল বসু। এ দিন বিকালে পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা হেমেন দাস। সন্ধ্যায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিভিন্ন বাম দলের নেতৃত্ব। উদ্বোধন করেন মানিক সরকার।
সম্মেলনে রাজ্যের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সহ পার্টির আগামী দিনের কার্যসূচি নির্ধারিত হবে ও নুতন কমিটি নির্বাচিত হবে। সম্মেলনে কাছাড় জেলা থেকে ১৪জন প্রতিনিধি ও ৫৫জন সদস্য প্রকাশ্য সভায় যোগ দিয়েছেন।