সোনাই প্রিমিয়ার লিগ : জয়ী এফআর হিরোজ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে রবিবার ২৬ রানে জিতল সোনাইয়ের এফ,আর হিরোজ। তারা হারালো সোনাই টাইটানকে। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রিট টিভিএসের সহযোগিতার আয়োজিত স্টিল কর্নার প্রিমিয়ার লিগের এই টাইটান দল টস জিতে প্রথমে তাদের প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট ঘুরিয়ে এফআর হিরোজ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানের স্কোর খাড়া করে। দলের হয়ে সাহার বড়ভূইয়া সর্বোচ্চ ৪০, আলি আহমেদ লস্কর ৩৪, সিদ্ধার্থ নাথ ২৭, এসএম জাকারিয়া ২৬ ও রাহুল লস্কর ১৮ রান করেন। সোনাই টাইটানের এর হয়ে অজিত সাহিদ লস্কর ৩, সাহেদ চৌধুরী ২, আল আমান লস্কর ২, অভিষেক নিয়োগী ১ ও আরুস সিংহ ১টি উইকেট লাভ করেন।
২২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে সোনাই টাইটান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৫ রানে আটকে যায়। সোনাই টাইটানের হয়ে অভিষেক নিয়োগী সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়াও ভাল রান করেন ইফতিকার আলম ২৬, সোহেল আহমেদ লস্কর ১৮, আল আমান লস্কর ১৬, আরুস সিংহ ১২, এসএম জাহিদ বড়ভূইয়া ১২ রান করেন। এফআর হিরোজের হয়ে সাহার বড়ভূইয়া, সাইদুল রাজ খান ও রাহুল লস্কর ২টি করে ও আলি আহমেদ লস্কর, চন্দন রবিদাস ও দেবাশীষ দাস ১টি করে উইকেট দখল করেন।
ম্যাচের সর্বোচ্চ সিকসার এটু ইয়াম্মি ভাইটস -এর পুরস্কার লাভ করেন সোনাই টাইটানের অভিষেক নিয়োগী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শাহজাহান আহমেদ লস্কর। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এফআর হিরোজের সাহার বড়ভূইয়া। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন প্রাক্তন ক্রিকেটার নবেন্দু বিকাশ (শঙ্কর) দাস।
সোমবার ইলেভেন ফাইটার মুখোমুখি হবে দৃষ্টি সোনাইয়ের বিরুদ্ধে।