সাংবাদিককে মারপিটের ঘটনায় আটক আবুব ও জাহির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : সাংবাদিককে মারপিটের ঘটনায় শেষ পর্যন্ত আটক করা হল বার্মিজ সুপারির ব্যবসায়ী আবুব মজুমদারকে। শনিবার সন্ধ্য রাতে কাছাড় পুলিশ আবুব মজুমদার সহ তার সহযোগী জাহির আব্বাসকেও গ্রেফতার করে। সদর থানায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
এ দিন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে শিলচর প্রেসক্লাব। দোষীদের বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা। গোটা বিষয়টি রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শংকর দে। এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশ্যে এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার সহ তাঁর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।
উল্লেখ্য, দু’দিন আগে সাংবাদিক সমীন সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুণ্ডা বাহিনী দিয়ে আক্রমণ করা হয় বলে মালুগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।