“বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ” সোনাইয়ে

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অধীনে “বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ” সোনাই ব্লক পর্যায়ে মাধ্যমিক স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা ১৮২ নং সোনাই মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় এক সভার মাধ্যমে শুরু হয়। সভার সভাপতিত্ব করেন সোনাই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সভাপতি আশরাফ হোসেন লস্কর এবং মুখ্য অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জি। তিনি বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করার জন্য বিজ্ঞান শিক্ষকদেরকে ছাত্রছাত্রীদের প্রতি নজর দেওয়ার কথা বলেন।

বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সুজাতা রায় চৌধুরী, উজ্জ্বল পাল এবং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র বরখলা ব্লক কো-অর্ডিনেটর রাধুমোহন ধর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই ক্লাবের উপসভাপতি বক্তার হুসেন বড়লস্কর এবং সোনাই শিক্ষা খণ্ডের বিআরপি ফিরোজ আহমেদ লস্কর, অনুষ্ঠানে সহযোগিতা করেন দুই সিআরসিসি আফসর হোসেন মজুমদার ও বাবুল আহমেদ লস্কর। বিকাল ২টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনটি প্রকল্প জেলা পর্যায়ে উপস্থাপনের জন্য বাছাই করা হয়। প্রকল্পগুলোর মধ্যে প্রথম হয়েছে সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলের টেরেসা সিংহের প্রকল্প দ্বিতীয় হয়েছে বুদুরাইল হাইস্কুলের প্রতীক বড়ভূইয়া এবং তৃতীয় হয়েছে স্বাধীন বাজার হাইস্কুলের লুৎফা বেগম লস্করের প্রকল্প।

"বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ" সোনাইয়ে

Author

Spread the News