রামপুর চা-বাগানের নির্দেশক সুকেশ সিংকে সম্মাননা প্রদান জনতা কলেজ কর্তৃপক্ষের
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শুক্রবার ৩রা জানুয়ারি জনতা কলেজ, কাবুগঞ্জের পক্ষ থেকে বড়খলা বিধানসভা কেন্দ্রের অধীন রামপুর চা বাগানের নির্দেশক সুকেশ সিং এর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. মুন্নি দেব মজুমদার। সঙ্গে ছিলেন কলেজের প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. অনুপকুমার দে। এদিন তারা কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে নির্মিত স্মারক, স্মরনিকা ও উত্তরীয় দিয়ে সুকেশ সিংকে সম্মানিত করেন। প্রসঙ্গক্রমে শ্রী সুকেশ সিং জনতা কলেজের একজন প্রাক্তনী। এই উপলক্ষে কলেজের কমিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর পক্ষ থেকে উক্ত কমিটির কো-অর্ডিনেটর ড. মুন্নি দেব মজুমদার রামপুর বাগানের দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য সুকেশ বাবুর হাতে কিছু বস্ত্র তুলে দেন। এগুলোর মধ্যে বিশেষ করে শিশুদের জন্য শীত বস্ত্র ছিল।
রামপুর চা-বাগানের দুস্থ পরিবারের জন্য শীতবস্ত্র প্রদান কলেজ কর্তৃপক্ষের____
এদিকে, সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাকে সম্মানিত করার জন্য ও দুস্থ পরিবারের জন্য বস্ত্র তুলে দেওয়ায় অধ্যাপিকা ড. মুন্নি দেব মজুমদার ও ড. অনুপকুমার দে-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুকেশ সিং। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন জনতা কলেজ প্রাক্তনী সমিতির সহঃ প্রচার সম্পাদক কমলেশ দাশ।
![রামপুর চা-বাগানের নির্দেশক সুকেশ সিংকে সম্মাননা প্রদান জনতা কলেজ কর্তৃপক্ষের রামপুর চা-বাগানের নির্দেশক সুকেশ সিংকে সম্মাননা প্রদান জনতা কলেজ কর্তৃপক্ষের](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168704813786300999211274-1024x364.jpg)